চকরিয়ায় রাতের আধারে মৎস্য ও লবণ মাঠ প্রকল্পে লুটপাট,গুলি বর্ষণ

চকরিয়া প্রতিনিধি:
চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চড়াঘোনাস্থ সোলতান গিিন চৌধুরীর ১৭৬ একর মৎস্য ও লবণ চাষ প্রকল্পে ৩১ ডিসেম্বর’২০ইং রাত সাড়ে ১১টার দিকে ঘটেছে এ ঘটনা। এনিয়ে মৎস্যঘের চাষী চকরিয়া পৌরসভা ৬নং ওয়ার্ডের দক্ষিণ কাহারিয়াঘোনা গ্রামের আনোয়ার হোছনের পুত্র মো: জমির উদ্দিন (৩৫) বাদী হয়ে ২৬জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১৫/২০জনকে বিবাদী করে চকরিয়া থানায় একটি লিখিত এজাহার দায়ের করা হয়েছে। অভিযুক্তরা হলেন; ছৈয়দ কফিরের পুত্র শিব্বির আহমদ, মৃত কালা মিয়ার পুত্র ছৈয়দ আলম, মৃত নুর হোছনের পুত্র মো: কাজল, মৃত কালা মিয়ার পুত্র নুরুল আবছার, মৃত ফজল রহমানের পুত্র মুছা আলম, মো: কালু প্রকাশ কানা কালুর পুত্র নাছির উদ্দিন, কাছির ফকিরের পুত্র আলী আহমদ, নবী হোসেনের পুত্র জাহিদ হাসান, মৃত মনির আহমদের পুত্র মৌলভী মমতাজুল হক, মৃত নুরুল হকের পুত্র রায়হান উদ্দিন, মুছা আলমের পুত্র আবদু রশিদ, মৌলভী আক্তার কামালের পুত্র জিকু, নুরুল আবছারের পুত্র রুবেল, মুছা আলীমের আবদুল মালেক,নজু মিয়ার পুত্র আজার আহমদ প্রকাশ আক্তার মেম্বার, মো: কালু প্রকাশ কানা কালু, মোকমান হাকিমের পুত্র মো: আলম, ইউসুফ বলির পুত্র আবদু শুক্কুর,মৃত আবদুর রহমানের পুত্র রমজান আলী, হাছিম ফকিরের পুত্র আলী হোসেন, রমজান আলীর পুত্র আবদুর রহিম, মৃত ইসমাইলের পুত্র নুরুল কবির, জাফর আলম প্রকাশ জাফর মেম্বারের পুত্র নাছির উদ্দিন, জাফর মেম্বারের পুত্র গিয়াস উদ্দিন, ইলিয়াছ মিয়াজীর পুত্র আবু সৈয়দ, মমতাজুল হকের পুত্র মোজাহিদুল হক নায়েফসহ অজ্ঞাত আরো ১৫/২০জনকে।
বাদী অভিযোগে জানিয়েছেন, তিনি বিগদ ৬/৭বছর পূর্বে থেকে বর্গা লাগিয়ত নিয়ে প্রকল্পে মাছ ও লবণ চাষ করে আসছেন। বর্তমানেও চুক্তির মেয়াদ বহাল রয়েছে। লবণ ও মৎস্য চাষ মৌসুমে জমিতে মাছ এবং লবণ চাষ করছেন। কিন্তু অভিযুক্তরা ধারালো অস্ত্র শস্ত্র নিয়ে ঘটনার দিন ৩১ ডিসেম্বর’২০ইং রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে মৎস্য ঘের ও লবণের চাষাবাদী জমিতে অবৈধভাবে অনুপ্রবেশ করে প্রথমে ১০/১৫রাউন্ড ফাকা গুলি ছুড়ে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে। এক পর্যায়ে বর্গা চাষী বাদী জমির উদ্দিন, প্রকল্পের কর্মচারী জালাল উদ্দিন ও ছরওয়ার আলমকে দৌড়াইয়া ধৃত করে সর্বশরীরে এলোপাতাড়ি আঘাত করে আহত করেছে। অভিযুক্তরা ঘের থেকে অস্ত্রের মুখে মৎস্য প্রকল্পের একটি আইপিএস, ব্যাটারী, হাড়ি-পাতিল, বিদ্যুতের টর্চ লাইট ৮টি, জাকি জাল ৬টি, বিহিঙ্গী জাল ৮টি, বিভিন্ন রকমের সরঞ্জামাদী, কম্বল ৫টি, পাম্প মিশিন ৮টি, নলকূপের গর্দনা ১টি, পল বোটের তক্তা, হন্তা, কোদালসহ যাবতীয় মাছ চাষের সরঞ্জামাদী, কাপড় চোপড়সহ প্রায় ২লক্ষাধিক টাকার ক্ষতি করে এবং ৮হাত ও ২০ হাত বিশিষ্ট রান্না ঘর, খামার বাড়ি কাটিয়া ও ভাঙ্গিয়া আরো ১লাখ ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করে। এছাড়া মৎস্য প্রকল্পের স্লুইচ গেইট ও পল বোট কেটে ভাংচুর করে অনুমানিক ১লাখ ৭০ হাজার টাকার ক্ষতি করে। অভিযুক্তরা বর্তমানে হুমকি ধমকি অব্যাহত রেখেছে এবং মৎস্য প্রকল্পে গেলে কিংবা কোন মামলা-মোকাদ্দমা করলে ঘেরে ঢুকতে দেবেনা এবং ঢুকলে প্রাণে হত্যার হুমকি দিয়ে যাচ্ছে। ক্ষতিগ্রস্ত ও ভূক্তভোগী মৎস্য ও লবণ মাঠ প্রকল্প চাষীরা প্রশাসনের কাছে আইনী সহায়তা চেয়েছেন।
চকরিয়া থানার ওসি শাকের মো: যুবায়ের বলেন, ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছেন। অভিযোগটি তদন্ত করতে উপপরিদর্শক মো: আবু সায়েমকে দায়িত্ব দেয়া হয়েছে। তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ##
নিউজ ডেস্ক, চকরিয়া২৪।
চকরিয়ায় পীরে তরিকত হাফেজ আবদুল হাই (রহ:)’র ২দিন ব্যাপী ইছালে ছওয়াব মাহ...
চকরিয়া পৌর বিএনপির আংশিক কমিটি অনুমোদন,সভাপতি হায়দার, সাধারণ সম্পাদক ম...
চকরিয়ায় নবসৃষ্ট ই হ্যাব পার্ক উদ্বোধন সৌন্দর্য্য বর্ধন করবে চট্টগ্রাম-...
চকরিয়ায় চিরিঙ্গা সোসাইটি ফল ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন,সভাপতি ফর...
মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর চকরিয়া সংযোগ সড়ক প্রকল্প উচ্ছেদ আতঙ্কে চার...
চকরিয়া উপজেলার কোনাখালী বটতলী বাজারে ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং আউটল...
চকরিয়া পৌর বাসটার্মিনালে চাঁদা চেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও হুমকি...
চকরিয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৭ পরিবারের মাঝে প্রবাসী ইউনিয়নের ঢেউট...
চকরিয়ার রামপুর ষ্টেশনে অত্যাধুনিক শপিং মল এ হাকিম সেন্টারের উদ্বোধন...
চকরিয়ায় জমির বিরোধে সন্ত্রাসীদের হামলায় বীর মুক্তিযোদ্ধাসহ আহত-৩, আটক-...
বনবিভাগের অভিযানে অবৈধ দখলদার উচ্ছেদ, ৫০একর জায়গা উদ্ধার...
চকরিয়ায় ভূমিহীন ৮০ পরিবারকে প্রধানমন্ত্রীর ঘর ও দলিল হস্তান্তর...
চকরিয়া পৌরসভা কৃষকদলের ৬১সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন...
চকরিয়া জম জম হাসপাতাল
কক্সবাজারে পরকীয়ার টানে উধাও ৩ সন্তানের জননী...