চকরিয়ায় পুলিশের অভিযানে ১৫০ লিটার চোলাই মদসহ আটক ২
[post-views]

এম. রায়হান চৌধুরী,চকরিয়া:
কক্সবাজারের চকরিয়া পৌরসভার ভরামুহুরী হিন্দু পাড়ায় পুলিশ অভিযান চালিয়ে দেশীয় বাংলা চোলাই মদ ও মদ তৈরির সরন্জাম উদ্ধার মহিলা সহ দুই জনকে আটক করেছে পুলিশ। আটক দুুইজন হল বিমল খর (৪০) ও পান্না খর (৩৫) নামের ২ জনকে আটক করেছে। শনিবার (১৯ মে ) রাত ১০টার দিকে উপজেলার পৌরসভার ভরামুহুরী হিন্দু পাড়া এলাকায় হতে তাদের আটক করা হয়। ।আটক দুই জন একই এলাকার নিরন্জন খরের পুত্র অপর মহিলা বিমল খরের স্ত্রী।
পুলিশ সূত্রে জানাগেছে ,শনিবার রাত ১০ দিকে সংবাদ পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি তদন্ত)ইয়াসির আরফাতের নির্দেশনায় এস আই আমিনুল ইসলামের নেতৃত্বে এসআই আলমীর,এস রুহল আমিন,,এস আই এনামুল হক,এ এস আই পলাস, কামাল,নুরুল আলম,মহিলা এ এস আই মিটু রানী পাল সহ সঙ্গীয় পুলিশ নিয়ে পৌরসভার ভরামুহুরী হিন্দু পাড়া এলাকায় অভিযান চলিয়ে দেশীয় তৈরি ১৫০ লিটার বাংলা চোলাই মদ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে চকরিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি)মো.বখতিয়ার উদ্দিন চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি বলেন,থানা পুলিশের একটি টীম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোলাই মদ সহ দুই জনকে আটক করতে সক্ষম হয়েছে। এ ঘটনায় থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
নিউজ ডেস্ক, চকরিয়া২৪।