চকরিয়ায় বর্ণাঢ্য র্যালীর মাধ্যমে আন্তার্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত
[post-views]

চকরিয়া অফিস:
কক্সবাজারের চকরিয়ায় বর্ণাঢ্য র্যালীর মাধ্যমে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। সোমবার দুপুরে চকরিয়া পৌরসভার ভরামহুরীস্থ বেসরকারী সংস্থা এসএআরপিভি’র পিএইচআরপিবিডি প্রকল্পের উদ্যোগে তাদের কার্যালয় থেকে এ র্যালী শুরু হয়। র্যালীতে বিভিন্ন প্রতিবন্ধী নারী পুরুষ ও শিশু অংশ নেয়। র্যালী শেষে এসএআরপিভি কার্যালয়ে এক আলোচনা সভা এসএআরপিভি’র আঞ্চলিক ব্যবস্থাপক কাজী মাকসুদুল আলম মুহিতের সভাপতিত্বে ও ফোকাল পার্সন ইয়াসমিন সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মোহাম্মদ শিবলী নোমান, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন যুগান্তরের চকরিয়া প্রতিনিধি জহিরুল ইসলাম, প্রদিপালয়ের শিক্ষক মোহাম্মদ ইউনুচ, আব্দুল মালেক, প্রতিবন্ধী ব্যক্তি জয়নাল আবেদনী ও রোজিনা আক্তার।
নিউজ ডেস্ক, চকরিয়া২৪।