চিরিংগা-কাকারা-সুরাজপুর সিএনজি সমিতির নির্বাচনে জালিয়তি প্রমাণিত, ধরা পড়েছে জাল ব্যালেট
[post-views]

চকরিয়া অফিস:
চকরিয়া উপজেলার চিরিংগা-কাকারা-সুরাজপুর অটো টেম্পো ও অটো রিক্সা চালক সমবায় সমিতি লিঃ (রেজি:নং ৯০৬কক্স) এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন গত ২৯ অক্টোবর কাকারা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্টিত হয়। অনুষ্ঠিত নির্বাচনে নানান অনিয়ম,দুর্নীতি, জালিয়তি ও ভোট কারচুপিসহ বিভিন্ন অভিযোগ তুলে প্রতিবাদ ও বিক্ষোভ অব্যাহ রেখেছে সংগঠনের সদস্য চালক-শ্রমিকরা। নির্বাচনের পরদিন গত ৩০ অক্টোবর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ করেন নির্বাচনে প্রতিদ্বন্ধীতাকারী ১১জন প্রার্থী। তারা সাংবাদিক সম্মেলন করে অনিয়মের বিষয়টি সুষ্পষ্টভাবে তুলে ধরে নতুন করে নির্বাচন দাবী করেছেন। প্রার্থীদের মধ্যে রয়েছেন প্রতিদ্বন্ধীতাকারী সভাপতি প্রার্থী নাজেম উদ্দিন, আবুল কাসেম লেদু ও সাইফুল ইসলাম, সহসভাপতি প্রার্থী কফিল উদ্দিন, জাহাঙ্গীর আলম ও রফিক উদ্দিন, সম্পাদক প্রার্থী মো: মোরশেদুল ইসলাম, মোশারফ হোসেন, আমান উল্লাহ, তাজুল ইসলাম ও মো: নুরশেদ। তাদের দাবীর প্রতি একাত্মতা পোষণ করে গণস্বাক্ষর করেছেন সমিতির অধিকাংশ সদস্য (ভোটাররা)। একইভাবে নির্বাচনে চরম অনিয়ম ও ভোট জালিয়তির সত্যতা নিশ্চিত করে লিখিত অভিযোগ করেছেন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পরিচালনা কমিটির সদস্য জালাল উদ্দিন ও নির্বাচন পরিচালনা কমিটির অপর সদস্য আবদুল খালেক। একই অভিযোগ করেন, সমিতির সাবেক সম্পাদক ও চিরিংগা ষ্টেশনের লাইনম্যান মো: জাহাঙ্গীর আলম এবং মাঝেরফাড়ি ষ্টেশনের লাইনম্যান মোহাম্মদ শফি। তারা সাংবাদিকদের কাছে জানিয়েছেন, ভোটেরদিন ২৯ অক্টোবর দুপুর সাড়ে ১২টায় নির্বাচন চলাকালে চিরিংগা ষ্টেশনের লুসাই কম্পিউটার ও অফসেট ছাপাখানার দোকান থেকে নির্বাচন পরিচালনা কমিটির কর্তারা অসৎ উদ্দেশ্যে বেশ কিছু পরিমাণে ব্যালেট পেপার ছাপিয়ে নিয়েছে। যা জাল ব্যালট বহনকারী জাহাঙ্গীর আলমসহ ছাপাখানা কর্তৃপক্ষ এবং অন্যান্যরা ইতিপূর্বে ভিডিও ধারণের মাধ্যমে স্বাক্ষাতকার ও লিখিত জবানবন্দী দিয়েছেন। দুপুরে ভোট চলাকালীন খাবার খাওয়ার সময়ে স্ব স্ব প্রার্থীর এজেন্টদের ভোট কক্ষ থেকে বের করে দিয়ে নকল ছাপাইকৃত ব্যালট সমূহ মোটা অংকের আর্থিক লেনদেনের বিনিময়ে গোপন সখ্যতায় অন্যায়ভাবে সীল মেরে ব্যালট বক্সে ঢুকিয়ে দিয়েছে। যা নির্বাচনের সুন্দর ও সুষ্ঠু ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। এছাড়াও সরকারের নিবন্ধনপ্রাপ্ত সমবায় প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও উপজেলা সমবায় অফিসের সাথে কোনরূপ আলোচনা ও অনুমোদন না নিয়ে মনগড়াভাবে প্রশ্নবিদ্ধ নির্বাচন করেছে। তাই তদন্ত সাপেক্ষে ঘটনার সত্যতা নিশ্চিত পাওয়া গেলে তারা নতুন করে সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন দাবী করেন। অন্যথায় চিরিংগা-কাকারা-মাঝেরফাড়ি,সুরাজপুর-মানিকপুর সড়কে সিএনজি ধর্মঘট পালনসহ প্রতিবাদ অব্যাহত রাখবেন বলে ঘোষণা দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুউদ্দিন মোহাম্মদ শিবলী নোমান বরাবরে দেয়া অভিযোগ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতে উপজেলা সহকারি কমিশনার (ভূমি)কে নির্দেশনা দেওয়া হয়েছে
নিউজ ডেস্ক, চকরিয়া২৪।