চকরিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল হাজিরা কার্যক্রমের উদ্বোধনে এমপি-ইউএনও
November 28, 2019|আপডেট করা হয়েছে: 1 week ago
[post-views]

চকরিয়া অফিস:
চকরিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের বায়োমেট্টিক পদ্ধতিতে ডিজিটাল হাজিরা উদ্বোধন করেন চকরিয়া-পেকুয়ার মাননীয় সাংসদ জাফর আলম বিএ (অর্নাস)এমএ। গত ২৮নভেম্বর’১৯ইং সকাল সাড়ে ৯টায় আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার নুরুদ্দীন মোহাম্মদ শিবলী নোমান, উপজেলা শিক্ষা অফিসার গোলশান আকতার, স্থানীয় ৮নং ওয়ার্ড কাউন্সিলর মুজিবুল হক, অত্র বিদ্যালয় এস এম সি’র সভাপতি মো: আবু ছাদেক, প্রধান শিক্ষক মো: তছলিম উদ্দিন, আওয়ামীলীগ নেতা মিফতাব উদ্দিন চৌধুনীসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
চকরিয়া বিভাগের সংবাদ।
নিউজ ডেস্ক, চকরিয়া২৪।