আইন শক্তিশালী করলে ৬০ শতাংশ খেলাপি ঋণ আদায় সম্ভব: বিএবি চেয়ারম্যান
বাণিজ্য প্রতিবেদক। | সেপ্টে ১৯, ২০২৪ | ১২:০৯
শাপলা চত্ত্বর, মতিঝিল, ঢাকা। ছবি: ইন্টারনেট।
বাংলাদেশে খেলাপি ঋণ আদায়ে আইন শক্তিশালী করার ওপর জোর দিয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান আবদুল হাই সরকার। আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গে এক বৈঠকের পর তিনি সাংবাদিকদের জানান, আইন শক্তিশালী করতে পারলে দেশের খেলাপি ঋণের ৬০ শতাংশ আদায় করা সম্ভব হবে। তার মতে, বেশিরভাগ ঋণখেলাপিই ইচ্ছাকৃত, তবে আইনের ফাঁকফোকরের কারণে সেগুলো আদায় করা সম্ভব হচ্ছে না। এ বিষয়ে গভর্নরের সঙ্গে পরামর্শ করে নীতি প্রণয়নের অনুরোধও জানিয়েছেন তিনি।
বৈঠকে দেশের কিছু ব্যাংকের তারল্য সংকট নিয়েও আলোচনা হয়। আবদুল হাই সরকার জানান, ৮ থেকে ৯টি ব্যাংকে সংকট থাকতে পারে, তবে সব ব্যাংকে এই সমস্যা নেই। তিনি আশা প্রকাশ করেন, আগামী ছয় মাসের মধ্যে ব্যাংকিং খাতে একটি ইতিবাচক পরিবর্তন আসবে।
বিএবির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান সংকটে থাকা ব্যাংকগুলোর বিষয়ে বলেন, নতুন পরিচালনা পর্ষদ অত্যন্ত দক্ষ এবং সংকট দ্রুতই কাটিয়ে উঠবে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সংকটের জটিলতাগুলোও দুই সপ্তাহের মধ্যে সমাধান করা হবে বলে তিনি জানান।
ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু খেলাপি ঋণ আদায়ে আদালতের অভাব এবং ব্যাংক কোম্পানি আইনে সংস্কারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। তিনি আরও বলেন, চট্টগ্রামে শুধু একটি আদালত থাকায় খেলাপি ঋণ আদায় প্রক্রিয়ায় বিলম্ব হচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হোসনে আরা শিখা বলেন, খেলাপি ঋণ আদায়ের প্রক্রিয়া রিট করে আটকে রাখার সংস্কৃতি বন্ধ করতে হবে। এ বিষয়ে গভর্নর একমত পোষণ করেছেন এবং খেলাপি ঋণসংক্রান্ত নীতিমালায় পরিবর্তন আনার ওপর জোর দিয়েছেন।