চিকিৎসা শেষে বাসায় ফিরলেন খালেদা জিয়া
রাজনীতি প্রতিবেদক। | সেপ্টে ১৮, ২০২৪ | ১১:০৯
ছবি: ইন্টারনেট।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, শারীরিক কিছু পরীক্ষা-নিরীক্ষা শেষে আজ বুধবার সন্ধ্যায় তিনি এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফেরেন।
বেগম জিয়ার বাসায় ফেরার পর তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন জানান, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা দীর্ঘসময় বিমানে চড়ার ‘নেগেটিভ প্রেশার’ সহ্য করার মতো নয়। তবে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের দুটি হাসপাতালে যোগাযোগ অব্যাহত রয়েছে, এবং মেডিকেল বোর্ডের সদস্যরা প্রস্তুতি নিচ্ছেন।
এর ছয় দিন আগে, ১২ সেপ্টেম্বর রাতে বেগম খালেদা জিয়াকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরও আগে, প্রায় দেড় মাস হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ২১ আগস্ট সন্ধ্যায় তিনি গুলশানের বাসায় ফিরেছিলেন।
বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট এবং চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। ২৩ জুন তার সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়।
২০২১ সালের নভেম্বর থেকে তিনি লিভার সিরোসিসে আক্রান্ত হন, এবং চিকিৎসকেরা তাকে বিদেশে পাঠানোর পরামর্শ দেন। তার পরিবার ও বিএনপির পক্ষ থেকে বারবার আবেদন জানানো হলেও, তৎকালীন শেখ হাসিনা সরকার তাতে সাড়া দেয়নি। ২০২০ সালের ২৫ মার্চ নির্বাহী আদেশে খালেদা জিয়ার সাজা স্থগিত করে শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হয়েছিল, যা ছয় মাস পরপর মেয়াদ বাড়ানো হচ্ছিল।
শেষ পর্যন্ত ২০২৪ সালের ৬ আগস্ট, শেখ হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের নির্দেশে বেগম খালেদা জিয়া মুক্তি পান।