ট্রাম্পের দাবি: দ্রুত রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে পারবেন তিনি
আন্তর্জাতিক প্রতিবেদক। | সেপ্টে ১৮, ২০২৪ | ১১:০৯
ছবি: ইন্টারনেট।
২০১৫ সালে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হওয়ার পর থেকেই তার রাশিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে নানা আলোচনা শুরু হয়। অভিযোগ আছে যে সে বছর নির্বাচনে জয় পেতে ক্রেমলিন ট্রাম্পকে সাহায্য করেছিল। এ বছরের নভেম্বরে অনুষ্ঠিতব্য নির্বাচনে ট্রাম্প আবার রিপাবলিকান দলের প্রার্থী হয়েছেন এবং বারবার তিনি দাবি করেছেন, খুব দ্রুত রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে পারবেন। তবে এ ব্যাপারে কোনো নির্দিষ্ট পরিকল্পনা তিনি প্রকাশ করেননি।
ট্রাম্পের রানিং মেট জেডি ভ্যান্স কিছুটা হলেও ইঙ্গিত দিয়েছেন তার পরিকল্পনা নিয়ে। ভ্যান্স বলেন, নির্বাচনে জয়ী হলে ট্রাম্প একটি শান্তিপূর্ণ সমাধানের জন্য রাশিয়া, ইউক্রেন ও ইউরোপীয় অংশীদারদের সঙ্গে আলোচনা শুরু করবেন। ভ্যান্সের মতে, রাশিয়া ও ইউক্রেনের বর্তমান সীমারেখাকে একটি বেসামরিক অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে, যা রাশিয়া আর অনুপ্রবেশ করতে পারবে না। তবে ইউক্রেন ন্যাটো বা অন্য কোনো জোটে যোগ দেবে না।
সমালোচকরা বলছেন, ট্রাম্পের এ ধরনের পরিকল্পনা যুদ্ধক্ষেত্রের বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ট্রাম্পের চিন্তাভাবনাকে “কল্পনার রাজ্য” বলে আখ্যা দিয়েছেন। অন্যদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আসন্ন নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসের প্রতি সমর্থন জানিয়েছেন।