চকরিয়া প্রতিনিধি:
চকরিয়া পৌর এলাকায় আক্কাস বহদ্দারের নেতৃত্বে ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী এক অসহায় পরিবারের উপর হামলা ও বসতঘরে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। পৌরসভা ৩নং ওয়ার্ডের তরছঘাট এলাকায় ১১আগষ্ট সকাল ৭টায় ঘটেছে। ঘটনার খবর পেয়ে থানার উপপরিদর্শক গোলাম সরওয়ারের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এনিয়ে ভূক্তভোগী পরিবারের আব্বাছ আহমদের পুত্র মৌলভী হেলাল উদ্দিন বাদী হয়ে থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন। এতে আসামী করা হয়েছে; আক্কাস বহদ্দারের পুত্র মো: শরীফ, হেদায়ত, ফেরদৌস আহমদের পুত্র আক্কাস বহদ্দার, আক্কাস বহদ্দারের স্ত্রী কুলছুম বেগম, আক্কাস বহদ্দারের মেয়ে নিসফা আক্তারমো: ইলিয়াছের স্ত্রী শুভা আক্তার সহ অজ্ঞাত আরো কয়েকজনকে।
বাদী অভিযোগে জানিয়েছেন, অভিযুক্তরা বাদী পক্ষের ভোগ দখলীয় জমি জবর দখলে নিতে চিরতরে উচ্ছেদ করার অপচেষ্টায় বসতঘরে ঢুকে হামলা, ব্যাপক ভাংচুর ও লুটপাট চালিয়েছে। এসময় তারা মৌলভী হেলাল উদ্দিনকে হত্যার চেষ্টায় কুপিয়ে গুরুতর জখম করে। তাকে বাচাঁতে তার স্ত্রী খালেদা বেগম (২৬) এগিয়ে গেলে তাকেও মারধরে আহত করেছে। গুরুতর আহত হেলাল উদ্দিনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করলে পরিবারের সদস্যরা চকরিয়া ইউনিক হাসপাতালে ভর্তি করান।
ঘটনার সময় লুট করে নিয়েগেছে আলমারিতে রক্ষিত নগদ ২লাখ টাকা, স্বর্ণালংকার ও ভাংচুরে ক্ষতি সাধন করে আরো ৮৫ হাজার টাকার। তারা প্রশাসনের কাছে আইনী সহায়তা চেয়েছেন।
চকরিয়া থানার ওসি শাকের মো: যুবায়ের বলেন, লিখিত অভিযোগটি পাওয়ার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণে উপপরিদর্শক গোলাম সরওয়ারকে দায়িত্ব দেয়া হয়েছে।