চকরিয়া প্রতিনিধিঃ
চকরিয়া উপজেলার কোনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমিটি গঠন প্রক্রিয়ায় অন্য স্কুল-মাদরাসার শিক্ষার্থীদের ভর্তি দেখিয়ে নীতিমালা বহির্ভূতভাবে ভোটার তালিকা প্রণয়নের অভিযোগ উঠেছে। ফলে এক শিক্ষার্থী দুই স্কুল-মাদরাসায় ভর্তি দেখানোর তথ্য উঠে এসেছে। এনিয়ে বিদ্যালয়ে দাতা সদস্য ফজলুল কায়েস বাদীয়ে জেলা প্রশাসক, কক্সবাজার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা চকরিয়া সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে বিদ্যালয়ের দাতা সদস্য ফজলুল কায়েস বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং ৩৮.০০৮.০৩৫.00,00,00৭,২০১২-৬৬৬ তারিখ
০৬.১১.১৯ মোতাবেক কোনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমিটি গঠন প্রক্রিয়া হচ্ছে না। সাবেক এস.এম. সি. সভাপতি ইকবাল বাহার তার
মনঃপুত কমিঠি গঠন করার মানসে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও তাদের শ্রেণি শিক্ষকদের মাধ্যমে তার অনুগত পূর্ব কোনাখালী সিকদার পাড়া দারুল কোরআন ইসলামীয়া নুরানী মাদরাসায় ভূতিকৃত ছাত্র/ছাত্রীদের ফেব্রুয়ারী’২২ সালে এসে প্রতারণামূলকভাবে কোনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন করে ভর্তি দেয়ায়। মূলতঃ দ্বিত্ব ছাত্রত্ব তৈরি করে কমিঠিকে অনুকূলে নেয়ার অপতৎপরতা চালাচ্ছে। যার প্রমাণ স্বরূপ পুরুষ ভোটার নং- ০১ এর ০২ নং ছাত্র/ছাত্রী তাজনিম শহিদ দারুল কুরআন ইসলামিয়া নূরানী মাদরাসায় অধ্যায়নরত। পুরুষ ভোটার নং-৪৭ এ বিপরীতে মো: আবু হানিফ পূর্ব কোনাখালী সিকদার পাড়া আল- আমিন হেফজখানার অধ্যয়নরত। পুরুষ ভোটার নং-৫০ এর বিপরীতে মো: আব্দুল হালিম পূর্ব কোনাখালী সিকদার পাড়া আল-আমিন হেফজখানার অধ্যয়নরত। পুরুষ ভোটার নং- ৫৪ এর বিপরীতে ছাত্রী ইফসাত সাবিহা সোবা এবং জাওয়াত মাহমুদ দারুল কোরআন ইসলামীয়া নূরানী মাদ্রাসায় অধ্যয়নরত। পুরুষ ভোটার নং ৬১ এর বিপরীতে ছাত্রী তাজকিয়াতুন নূর পূর্ব কোনাখালী সিকদার পাড়া দারুল কোরআন ইসলামীয়া নূরানী মাদরাসায় অধ্যয়নরত। পুরুষ ভোটার ৯২ এর বিপরীতে ছাত্রী ইফাত হোসেন রাওয়াত পূর্ব কোনাখালী সিকদার পাড়া দারুল কোরআন ইসলামীয়া নূরানী মাদ্রাসায় অধ্যয়নরত। পুরুষ ভোটার ৭৭ এর বিপরীতে ছাত্রী মাহিয়া জান্নাত তনবী পূর্ব কোনাখালী সিকদার পাড়া দারুল কোরআন ইসলামীয়া নূরানী মাদ্রাসায় অধ্যয়নরত। পুরুষ ও মহিলা ভোটার তালিকা ভোটার ক্রম একই দোষে দুষ্ঠ হওয়ার কমিটি প্রক্রিয়া স্থাগিত অভ্যাবশ্যক বলে দাবী করেন এবং সরে জমিনে গিয়ে ভর্তি রেজিস্ট্রার পর্যালোচনাসহ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন।
চকরিয়া উপজেলা শিক্ষা অফিসার অঞ্জন কুমার চক্রবর্তী জানান, কোনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে সৃষ্ট ভোটার তালিকা জটিলতা নিয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছেন। উক্ত জটিলতা নিরশনে সরে দায়িত্বপ্রাপ্ত ক্লাস্টার (সহকারি উপজেলা শিক্ষা অফিসার) এর মাধ্যমে জমিনে গিয়ে এটি মিমাংসা করা হবে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে।