চকরিয়া প্রতিনিধিঃ
কক্সবাজারের চকরিয়া উপজেলার উত্তর সুরাজপুর -মানিকপুর ইউপির ৮নং ওয়ার্ডের আক্তার আহামদ (৭৫) এর ক্রয়কৃত ১৫ শতক জমি জোরপূর্বক সন্ত্রাসী কায়দায় দখল করে ঘর নির্মাণ করার অভিযোগ উঠেছে।
সোমবার ২৭ জুন সকালে উত্তর সুরাজপুর ৮নং ওয়ার্ড চেয়ারম্যান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আক্তার আহামদ ওই এলাকার মৃত মোহাম্মদ কালুর সন্তান।এঘটনায় চকরিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে বিবাদী করা হয়েছে একই এলাকার সুরাজপুর ০৮ নং ওয়ার্ড এলাকার মৃত-ছৈয়দ আহামদের ছেলে মোহাম্মদ ইউনুচ ও ইউনুচের সন্তান মোহাম্মদ মুছা,মো: রায়হান স্ত্রী হাজেরাখাতুন সহ পাঁচজনসহ অজ্ঞাত ৭/৮ জনকে।
লিখিত অভিযোগে আক্তার আহামদ জানান, বিগত ০৮/০৭ /২০১০ ইং তারিখে রেজিস্ট্রি দলিল নং-৪০৩১ মুলে সুরাজপুর মৌজার ১৫ শতক জমিসহ মোট ৭৫ শতক জায়গা আক্তার আহামদ ক্রয় করেন। উক্ত জায়গার নামজারিও রয়েছে তার নামে। বৃদ্ধ আক্তার জানান, অভিযুক্ত ইউনুচ গং রা দেশের প্রচলিত আইন-কানুনের কোনো ধার ধারেন না। অন্যের বিষয়-সম্পত্তির ওপর অন্যায়ভাবে চাপ প্রয়োগ করে অর্থ আত্মসাৎ করাই তাদের নেশা।
তারা অন্যায়ভাবে আমার ক্রয়কৃত জমিতে বাড়ি নির্মাণ করছে।বিগত ৩ বছর পূর্বে বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে এসব সন্ত্রাসীরা হামলা চালিয়ে তাকে সহ পরিবারের সদস্যদের রক্তাক্ত করেন।
বর্তমানেও তার পরিবারকে অভিযুক্তরা
পৃথক পৃথক ফেলে মারবে হত্যা করবে বলে হুমকি দিচ্ছে। জায়গার বিষয়ে কথা বলতে গেলে
ধারালো কিরিচ নিয়ে হামলায় এগিয়ে আসে।তাদের কাগজপত্র কিছুই নেই।
এছাড়াও স্থানীয় কিছু খারাপ মানুষকে ম্যানেজ করে জোরপূর্বক ঘর নির্মাণ করে জায়গাটিতে বসবাস করছে।
তিনি সংশ্লিষ্ট সকলের কাছে সহযোগী কামনা করেন এবং জমিটি তার শেষ সহায় সম্বল বলেও জানান।
স্থানীয়দের সূত্রে জানাযায় বিষয়টি নিয়ে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।যে যেকোনো মুহূর্তে ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা।
সরেজমিন গিয়ে দেখা যায়,কয়েকজন শ্রমিকদিয়ে লুকোচুরি করে ঘর নির্মাণ করছে ইউনুছ ও তার সন্তান’রা। বিষয়টি নিয়ে জানতে চাইলে সাংবাদিকদের সাথে খারাপ আচরণ করেন।
অভিযুক্ত ইউনুচ বলেন,ছেলে সন্তান নিয়ে জায়গাটিতে বসবাস করে আসছে কয়েকবছর ধরে এবং উক্ত জমিটি ওয়াক্ফ এষ্টেট এর জমি বলে জানেন তারা।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী জানান, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।