চকরিয়া প্রতিনিধিঃ
চকরিয়ায় মোবাইল চোর শনাক্ত করে দেওয়াকে কেন্দ্র করে চোরের দলের পক্ষে নিয়ে দু’দফায় হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। হামলায় ৫জন আহত হয়েছে। উপজেলার কোনাখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের খাসপাড়া ও তৎপাশ্ববর্তী ঢেমুশিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ছয়কুড়িটিক্কা পাড়া গ্রামে গত ১০জুলাই (ঈদেরদিন) রাত ১২ঘটিকার দিকে ঘটেছে এ ঘটনা।
এনিয়ে কোনাখালী ইউনিয়নের ১নং ওয়ার্ড খাসপাড়া গ্রামের মৃত নুরুজ্জামানের পুত্র আবদুর শুক্কুর (৪০) বাদী হয়ে ১১জুলাই সন্ধ্যায় থানায় এজাহার দায়ের করেন।
এতে আসামী করা হয়েছে; ঢেমুশিয়া ইউনিয়নের ৪নং
ওয়ার্ডের ছয়কুড়িটিক্কা পাড়া গ্রামের বদি আলমের পুত্র মোঃ ছাদেক (২২),আকবর আলীর পুত্র মোঃ রুবেল (২৩), সালাহ উদ্দিন (২১), নাছির উদ্দিনের পুত্র মোঃ হোছাইন (২৩), ছিদ্দিক আহমদের পুত্র মোঃ বেলাল উদ্দিন (২২), মৃত কবির আহমদের পুত্র আবু মাঝি (৪৫), মোঃ মনিরের পুত্র মোঃ পারভেজ (২১), মোঃ রাজিব (১৯), মনজুর আলমের পুত্র মোঃ তামজিদ (২০), আবদুল কাদেরের পুত্র মোঃ শাহেদ (২২)সহ অজ্ঞাতনামা আরো ৪/৫জনকে।
অভিযোগে জানাযায়, অভিযুক্ত বদি আলমের পুত্র মোঃ ছাদেকের নেতৃত্বে একটি সংঘবদ্ধচক্র এলাকায় মোবাইল ও নগদ টাকাসহ বিভিন্ন সামগ্রী চুরি করে আসছে। তাদের অনৈতিক কার্যকলাপের বিষয়ে কেউ প্রতিবাদ করার সাহস পায় না। গত ৭জুলাই দিবাগত রাতে অভিযুক্ত ছাদেক বাদীর ভাই বাদশা মিয়া বসতঘর থেকে একটি রেডমি স্কীন টার্চ মোবাইল সেট চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে চোরাইকৃত মোবাইলটি দেখতে পেয়ে ফেরত দেওয়ার জন্য বললে ক্ষিপ্ত হয়ে উল্টো হুমকি-ধমকি দেয়। উক্ত ঘটনার জের ধরে গত
১০জুলাই’২২ইং ঈদেরদিন রাত ১২ঘটিকার দিকে অভিযুক্ত আসামীরা হাতে লম্বা বন্দুক, ধারালো
কিরিচ, লোহার রড, লোহার হাতুড়ী, শক্ত লাঠিসহ দেশীয় অবৈধ অস্ত্রশস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে তিনটি বসতঘরে ঢুকে হামলা চালায়। বন্দুক দিয়ে ২/৩ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে ত্রাস সৃষ্টি করে। প্রথমে কোনাখালী খাসপাড়াস্থ বাদী আবদু শুক্কুরের বসতবাড়িতে পরে পাশ্ববর্তী ঢেমুশিয়া ছয়কুড়িটিক্কাপাড়াস্থ বাদীর ছোট ভাই মোঃ করিমের বসতবাড়িতে হামলা ও তান্ডব চালায়।
উদ্ধারে এগিয়ে আসাসহ দু’দফা হামলায় গুরুতর আহত হয়েছেন; মৃত নুরুজ্জামানের পুত্র আবদুর শুক্কুর (৪০), ঢেমুশিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ছয়কুড়িটিক্কা পাড়া গ্রামের মোস্তফিজুর রহমানের পুত্র মোঃ কাইছার উদ্দিন (২৪), কোনাখালী ইউনিয়নের ১নং ওয়ার্ড খাসপাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের পুত্র মোঃ দিদারুল ইসলাম(১৮), আকতার আহমদের পুত্র মোঃ রাকিব (২২)।
লুট করে নিয়ে টেবিলের ড্রয়ারের তালা ভেঙ্গে গরু বিক্রয়ের রক্ষিত নগদ ৬০হাজার টাকা, মোঃ করিমের বসতঘরের ঘেরা-বেড়া ও বিভিন্ন আসবাবপত্র ভাংচুরে ৪০হাজার টাকার ক্ষতিসাধণ করে। বাদীর বড় ভাই বাদশা মিয়ার বসতঘরের সুকেইচের ড্রয়ারের তালা ভেঙ্গে পাকা বিল্ডিং ঘর নির্মাণের জন্য রক্ষিত
১লাখ ৫০হাজার টাকা নিয়ে ফেলে। বাদশা মিয়ার সুকেইচের ড্রয়ারে রক্ষিত স্ত্রীর ব্যবহৃত ৭০ হাজার টাকা মূল্যের ১ ভরি ওজনের স্বর্ণের চেইন নিয়ে যায়। বাদশা মিয়ার বসত ভিটার সামনে মুদির দোকানে ঝলি-বেড়া ভাংচুর করে আরো ১৫হাজার টাকার ক্ষতিসাধণ করে। পরে চতুর্দিক থেকে লোকজন এগিয়ে গেলে হামলাকারী সন্ত্রাসী চোর সিন্ডিকেট পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে চকরিয়া সরকারী হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে একজনের হাত ভেঙ্গে গেছে।এনিয়ে লিখিত এজাহার দাখিল করেন।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পাওয়ার একজন উপপরিদর্শককে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেলে মামলা আইনগত ব্যবস্থা নেওয়া হবে।