স্টাফ রিপোর্টার:
চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের হিন্দুপাড়ায় গত ৩ মে অগ্নিকান্ডে পুড়ে যাওয়া ৩২ পরিবারের মাঝে ত্রান বিতরণ করা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সালাহউদ্দিন আহমদের পক্ষ থেকে এসব ত্রান বিতরণ করেন চকরিয়া উপজেলা বিএনপির আহবায়ক ও কৈয়ারবিল ইউপির সাবেক সফল চেয়ারম্যান শাহজাহান চৌধুরী। ১৫ জুলাই শুক্রবার বিকেল ৩টায় এসব ত্রান বিতরণ অনুষ্টানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর আলম ভুট্টো, উপজেলা বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক মুহিউদ্দিন পুতু, কৈয়ারবিল ইউনিয়ন বিএনপির সভাপতি এ কে জিল্লুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সদস্য ও লক্ষারচর ইউপির সাবেক চেয়ারম্যান নুরমোহাম্মদ মানিক, চকরিয়া উপজেলা যুবদলের সভাপতি এ এম ওমর আলী, কৈয়ারবিল ইউনিয়ন বিএনপির সহসভাপতি সেকাবউদ্দিন, মাস্টার সওকতউসমান, যুগ্ম সম্পাদক রুহুল কাদের লিটন, আবুনাঈম, কাকারা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাফর আহমদ, লক্ষ্যারচর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিমউদ্দিন, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফরহাদুল ইসলাম, কৈয়ারবিল স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইস্কান্দর মির্জা, কৈয়ারবিল যুবদলের সভাপতি আবুসিনা আরমান, লক্ষ্যারচর বিএনপি নেতা আবদুসালাম, কৈয়ারবিল ইউনিয়ন বিএনপি নেতা নাছিরউদ্দিন প্রমূখ।