চকরিয়া প্রতিনিধিঃ
চকরিয়ায় আদালতের ১৪৪ ধারার মামলার নির্দেশনা ও পুলিশি বাধা উপেক্ষা করে জমিতে টিনের ঘেরা দিয়ে জবর দখল চেষ্টার ঘটনা ঘটেছে। পৌরসভার কাহারিয়াঘোনা রশিদারবিল গ্রামে ঘটে এ ঘটনা। এদিকে, জমি জবর দখল চেষ্টার ঘটনায় জমি মালিক চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা রশিদারবিল গ্রামের আবদুর রহমানের পুত্র কামাল উদ্দীন ও জামাল উদ্দীন গং বাদী হয়ে গত ১আগষ্ট’২২ বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালত, কক্সবাজারে ১৪৪ ধারায় এম, আর মামলা (নং-১৩৭৪ /২০২২ইং) দায়ের করেন।
এতে বিবাদী করা হয়েছে; একই এলাকার খুল্ল্যা মিয়ার পুত্র নুরুল আবছারসহ অজ্ঞাত নামা ভাড়াটিয়া ৪/৫ জনকে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি), চকরিয়াকে বিরোধীয় জায়গার বিষয়ে সরেজমিন তদন্তপূর্বক মতামতসহ রিপোর্ট দেয়ার এবং অফিসার ইনচার্জ, চকরিয়া থানাকে বিরোধীয় জায়গায় শান্তিশৃঙ্খলা বজায় রাখার নির্দেশনা দেন।
অভিযোগে জানাগেছে, কাহারিয়াঘোনা মৌজার বি,এস- ২৬ নং খতিয়ানের বি,এস- ২৯৮৮ ও ২৯৯২ নং দাগাদি এবং সৃজিত বি,এস- ১৫৭৪ নং খতিয়ানের বি,এস- ২৯৯২ নং দাগাদির আন্দরে ক্রয় সূত্রে ৫শতক জমি দীর্ঘকাল ধরে শান্তিপূর্ণ ভোগ দখলে রয়েছেন। জমিতে বিভিন্ন প্রজাতির দীর্ঘদিনের বৃক্ষাদিও রয়েছে।
এদিকে, আদালতে ১৪৪ ধারায় মামলা করার পর অভিযুক্ত নুরুল আবছার গং আরো বেপরোয়া হয়ে ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী নিয়ে জবর দখলে মেতে উঠে। অভিযুক্তরা আইনের শাসন ও আদালতের নির্দেশনা উপেক্ষা করে প্রকাশ্য দিবালোকে টিনের ঘেরা দিয়ে জবরদখল কাজ পরিচালনা করে।
মামলার আলোকে শান্তিশৃঙ্খলা রক্ষায় দায়িত্বপ্রাপ্ত অফিসার চকরিয়া থানার সহকারি উপপরিদর্শক মোঃ মামুন মিয়া জানান, আদালতের নির্দেশনা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার আদেশমূলে জমিতে শান্তিশৃঙ্খলা রক্ষায় নোটিশ প্রদান করা হয়েছে। নোটিশ দেওয়ার পরও বিবাদী পক্ষ কর্তৃক টিনের ঘেরা নির্মাণের বিষয়টি অবগত হয়েছেন। তাই উভয়পক্ষকে ১২আগষ্ট সন্ধ্যায় থানায় আসার জন্য বলেছেন। তা প্রমাণিত হলে পরবর্তী আইনগত করণীয় নির্ধারণ করা হবে।