চকরিয়া প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামীলীগ চকরিয়া পৌরসভা শাখার সম্মেলন ও কাউন্সিলের দিন ধার্য্য রয়েছে আগামী ২সেপ্টেম্বর’২২ইং। সম্মেলন ও কাউন্সিলকে কেন্দ্র করে ইতিমধ্যে পৌরসভার প্রত্যেক ওয়ার্ডে প্রচার-প্রচারণা চালিয়ে আসছেন সভাপতি ও সাধারণ সম্পাদক পদে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রার্থীতা ঘোষনা দেয়া ৭জন প্রার্থী। সম্মেলনের তারিখ ঘোষিত হলেও সম্মেলনের অন্তত এক সপ্তাহ পূর্বে পূর্ণাঙ্গ কাউন্সিলর তালিকা প্রকাশের নিয়ম থাকলেও তা প্রকাশ না করায় ধোয়াশা তৈরী হয়েছে প্রার্থীদের মাঝে। ফলে সম্মেলনের ৪দিন পূর্বে স্বচ্ছ কাউন্সিলর তালিকা প্রকাশ না করায় উদ্বেগ প্রকাশ করেন। অন্যথায় সম্মেলনে প্রার্থীতা থেকে বিরত থাকার ঘোষণা দেন। তারা অবিলম্বে কাউন্সিলর তালিক প্রকাশ করে দ্রুত সময়ের মধ্যে সম্মেলনের তারিখ ঘোষণা করার জন্য জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও সাংগঠনিক টীমের প্রতি আহবান জানান।
চকরিয়া পৌরসভার মেয়র ও আসন্ন সম্মেলনে সভাপতি পদপ্রার্থী আলমগীর চৌধুরী তাঁর ফেসবুক আইডিতে লিখেন; চকরিয়া পৌরসভার ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল নিয়ে আমার দৃঢ় বিশ্বাস, আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। সাংগঠনিক নিয়ম অনুযায়ী কাউন্সিলর লিষ্ট ১ সপ্তাহ আগে প্রকাশ করতে হয়।কিন্তু এখনো সাংগঠনিক টিম “কাউন্সিলর লিষ্ট” প্রকাশ করে নাই। এমতাবস্থায় ত্রি-বার্ষিক সম্মেলনের নতুন তারিখ ও কাউন্সিলর তালিকা দ্রুত সময়ের মধ্যে প্রকাশ করার জন্য বিনীত অনুরোধ করছি। অন্যথায় আমি এই সম্মেলন ও কাউন্সিল থেকে বিরত থাকবো।
তিনি আরো বলেন, আমি বর্ধিত সভার পর থেকে নিজে প্রতিদিন কক্সবাজার গিয়ে মাহবুবুর রহমান (কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র) এর সাথে যোগাযোগ করতে চাইলে তাহার খোঁজ পাইনি এবং তাহার ২টি মোবাইল নাম্বারই বন্ধ পাই। বিষয়টি নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চট্রগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি,ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী,সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান, সহ-সভাপতি রেজাউল করিম, যুগ্ন সাধারন সম্পাদক রণজিৎ দাশকে অবহিত করেছি।
চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের বর্তমান সাধারণ সম্পাদক ও আসন্ন সম্মেলনে একই পদের প্রার্থী আতিক উদ্দিন চৌধুরীও তার ফেসবুক টাইম লাইনে লিখেছেন; আপনারা নিশ্চয়ই অবগত আছেন আগামী ২ সেপ্টেম্বর চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সম্মেলন হবার কথা। যথারীতি সম্মেলন সুষ্ঠ এবং গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় সম্পন্ন করার লক্ষে বর্ধিত সভার আয়োজন করি। আমরা চকরিয়া পৌরসভা আওয়ামী লীগ, কক্সবাজার জেলা আওয়ামী লীগের দায়িত্ব প্রাপ্ত সাংগঠনিক টিমের কাছে ৯ টি ওয়ার্ডের কাউন্সিলর তালিকা হস্তান্তর করি যথারীতি। কিন্তু এখনো পর্যন্ত সংশোধিত, চুড়ান্ত কাউন্সিলর তালিকা আমাদের হাতে পৌঁছেয়নি! বিধায় আমি বর্তমান সাধারণ সম্পাদক হিসাবে আমাকে জবাবদিহি করতে হচ্ছে। এমতাবস্থায় আগামী ২ সেপ্টেম্বর পৌরসভা আওয়ামী লীগের সম্মেলন সম্পন্ন করা আমার পক্ষে সম্ভব নয়! তাই, চুড়ান্ত কাউন্সিলর তালিকা প্রকাশ করে কয়েকদিন সময় দিয়ে সম্মেলন সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকল সন্মানিত নেতৃবৃন্দের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি।
নিজ নিজ ফেসবুক স্ট্যাটাস দিয়ে একই বক্তব্য তুলে ধরেছেন চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের আসন্ন সম্মেলন ও কাউন্সিলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী যথাক্রমে মোজাফ্ফর হোসেন পল্টু, মোঃ মুজিবুল হক (মুজিব) ও এ্যাডভোকেট ফয়জুল কবির।
প্রার্থীরা কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাংগঠনিক টিমের প্রধান জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আজিজুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক রণজিৎ দাশ ও সদস্য সচিব জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মাবু ভাইকে চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের ৯টি ওয়ার্ডে কাউন্সিলর লিষ্ট জমা দেয়।সে কাউন্সিলর তালিকায় গঠনতন্ত্রিক নিয়ম অনুসরণ না করায় জেলা আওয়ামীলীগের দায়িত্বে ঠিক করে দিবে বলে উনারা কাউন্সিলর লিষ্টগুলো কক্সবাজার গিয়ে সংশোধন করে তারপরের দিন দেওয়ার কথা ছিল।কিন্তু দুঃখের বিষয় উনার এখনো পর্যন্ত কাউন্সিলর লিষ্ট প্রকাশ করে নাই।