চকরিয়া প্রতিনিধিঃ
চকরিয়া পৌর এলাকায় গাড়ী ভাড়ায় নিয়ে চালককে পিটিয়ে অভিনব কায়দায় টমটম অটোরিক্সা) গাড়ী ছিনতাইয়ের চেষ্টাকালে স্থানীয় জনতা একজনকে ধরে পুলিশে সোপর্দ্দ করেছে। ৯ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাটাখালী ব্রীজ এলাকায় ঘটেছে এ ঘটনা। এনিয়ে থানায় লিখিত এজাহার দায়ের করা হয়েছে। আহত টমটম চালক চকরিয়া পৌরসভা ৪নং ওয়ার্ডের সবুজবাগ আবাসিক এলাকার মৃত ঠান্ডা মিয়ার পুত্র কামাল উদ্দিন (৫৩) বাদী হয়ে এদিন রাতেই এজাহারটি দায়ের করেন। এতে অভিযুক্ত করা হয়েছে; পৌরসভা ৩নং ওয়ার্ডের বাটাখালী তরছঘাট এলাকার শফিউল আলমের পুত্র সাইফুল ইসলাম (বর্তমানে আটক), নবাব মিয়ার পুত্র রুবেল, মনোর আলমের পুত্র ইমন, খোরশেদের পুত্র রিনুসহ অজ্ঞাত আরো ২জনকে।
অভিযোগে মিনি টমটম (অটোরিক্সা) চালক জানান, মাগরিবের একটু আগে চিরিঙ্গা বাজার রোডে ৩জন যুবক ৪০টাকা দিয়ে গাড়ী (অটো) ভাড়া করে বাটাখালী ব্রীজের পূর্বপার্শ্বে যায়। তাদের কাছ থেকে ভাড়া চাইলে প্রথমে পেছন থেকে একজনে চেইন ও গাছের বাটাম দিয়ে বারি মেরে আহত করে। সেখানে পূর্বে থেকে আরো ২/৩জন যুবক অপেক্ষমান ছিল। এসময় তার কাছ থেকে ব্যবহৃত একটি মোবাইল সেট ও পকেট থেকে নগদ ২হাজার ৮শত টাকা ছিনিয়ে নেয়। ওই সময় দুইজনে মুখ চেপে ধরে একজনে গাড়ী চাবি কেড়ে নিয়ে গাড়ী ছিনতাই করে পালিয়ে যায়। এসময় চিৎকার দিলে স্থানীয় জনগন ধাওয়া করে সাইফুল নামে একজনকে হাতে-নাতে ধৃত করে পুলিশের কাছে সোপর্দ করে।
চকরিয়া থানার অপারেশন অফিসার রাজীব কুমার সরকার জানান, টমটম গাড়ী ছিনতাইকালে ধৃত সাইফুলকে ১০সেপ্টেম্বর (শনিবার) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। সে পুলিশের কাছে টমটম চুরি সংক্রান্ত জড়িতদের বিভিন্ন তথ্য দিয়েছে। তবে, টমটম চালক কামাল উদ্দিনের এজাহারটি মামলা হিসেবে লিপির বিষয়ে তদন্তাধীন রয়েছে।
ছবি-প্রতীকি।