আবদুল মজিদ:
কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপি’র আহবায়ক, কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট রাজনীতিবিদ মোঃ শাহজাহান চৌধুরী বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে চট্টগ্রাম পলি ক্লিনিক হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার আকর্ষ্মিক মৃত্যুতে দলীয় নেতাকর্মী, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল, আত্বীয়- স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই তার বাড়িতে ছুটে গেছেন। পরিবার পরিজনকে সাত্ত্বনা দিচ্ছেন।মৃত্যূকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি পশ্চিম কৈয়ারবিল হামিদুল্লাহ সিকদারপাড়ার মরহুম ছৈয়দ আহমদ সিকদারের ৪র্থ ছেলে। তিনি দু’ছেলে ও দু’মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রাজনৈতিক জীবনে সাবেক প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাগো থেকে শুরু করে আমৃত্যূ পর্যন্ত আপদ-মস্তক জাতীয়তাবাদী পরিবারের সদস্য ছিলেন। আজ বৃহস্পতিবার (২২সেপ্টেম্বর) বিকেল ৩টায় কৈয়ারবিল উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে যানাজা অনুষ্টিত হবে।
শোক বার্তায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন চকরিয়া আওয়ামী লীগের নেতৃবৃন্দ। চকরিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি, উপজেলা উত্তর, উপজেলা দক্ষিণ ও পৌর জামায়াত, জাতীয় পার্টি, উপজেলা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন মহল শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে।
বিশেষ শোকবাণি দাতাদের মধ্যেঃ সাবেক প্রতিমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ, সাবেক সাংসদ ও জেলা পরিষদ চেয়ারম্যান এএইচ সালাহ উদ্দিন মাহমুদ, চকরিয়া-পেকুয়ার সরকার দলীয় সাংসদ জাফর আলম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য সাবেক সাংসদ হাসিনা আহমেদ, জাপার সাবেক সাংসদ হাজী মোঃ ইলিয়াস, জামায়াতের সাবেক সাংসদ অধ্যাপক এনামুল হক মনজু, সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম, বর্তমান উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, চকরিয়া পেকুয়া উন্নয়ন ফোরাম চেয়ারম্যান আরিফুর রহমান চৌধুরী মানিক, পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, সাবেক পৌর মেয়র নুরুল ইসলাম হায়দার, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজী, অধ্যক্ষ এসএম মনজুর ও সাইফুল ইসলাম ছাবু, পৌর বিএনপির সভাপতি এসএম আবুল হাসেম, সাধারণ সম্পাদক মোবারক আলী প্রমূখ। জামায়াতের শোকঃ পৃথক পৃথক বিবৃতিতে চকরিয়া উপজেলা উত্তর জামায়াতেন আমীর মাওলানা ছাবের আহমদ, পৌরসভা আমীর আরিফুল কবির, সেক্রেটারী মাওলানা কুতুব উদ্দিন ও কৈয়ারবিল জামায়াতের পক্ষে আরিফুল হকসহ জামায়াত নেতৃবৃন্দ শোক জানিয়েছেন। তারা মরহুমের রূহের মাগফিরাত ও শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।###