চকরিয়া প্রতিনিধিঃ
চকরিয়ার খুটাখালীতে বসতভীটার সীমানায় কাটাতারের ঘেরা নির্মাণকালে হামলা ও জমি জবর দখলের চেষ্টা চালানো হয়েছে। উপজেলার খুটাখালী ইউনিয়নের মধ্যম মেধাকচ্ছপিয়া গ্রামে ঘটনার তারিখ ১৯সেপ্টেম্বর’২২ইং সকাল ১০টার দিকে ঘটেছে এ ঘটনা।
এনিয়ে মৃত আকবর আহাম্মদের পুত্র নুরুল ইসলাম (৩৫) বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এতে বিবাদী করা হয়েছে; একই এলাকার ইসলাম আহামদের ছেলে গিয়াস উদ্দিন, মো: আমিন(২৬) পিতা: ইসলাম আহাম্মদ, ৩। নবী হোসেন ও তাদের পিতা ইসলাম আহমদসহঅজ্ঞাতনামা ৩/৪জনকে।
অভিযোগে জানাগেছে, বিবাদীগনের পক্ষ থেকে বিগত ১৩ বৎসর পূর্বে থেকে তাদের ভোগ দখলীয় পৈত্রিক বসত ভিটা হতে ২০কড়া ভিটা জমি খরিদ করে দখলও বুঝিয়ে নেন। এরপর থেকে শান্তিপূর্ণভাবে ভোগ দখলে রয়েছেন। তারই ধারাবাহিকতায় ১৯সেপ্টেম্বর’২২ইং সকাল ১০টার দিকে বসত ভিটার চারিদিকে কাটাতার দিয়ে ঘেরাবেড়া দেওয়াকালে বিবাদীগণ হাতে
ধারালো দা, লোহার রড,হাতুড়ী,লাঠি-সোটা ইত্যাদি মারাত্মক বেআইনী অস্ত্রশস্ত্র নিয়ে বাধা প্রদান করে। তাতে প্রতিবাদ করলে বিবাদীগন আরো ক্ষিপ্ত ও ক্ষুদ্ধ হয়ে হামলার চেষ্টা চালায়। এসময় তাদের চিৎকার আওয়াজে পাড়া প্রতিবেশী লোকজন এগিয়ে গিয়ে বাদী পক্ষকে হামলার কবল থেকে উদ্ধার করেন। বর্তমানে প্রকাশ্যে দিবালোকে হুমকি ধমকি অব্যাহত রেখেছেন।এঘটনায় থানায় অভিযোগ দায়ের করলে থানার অফিসার ইনচার্জ বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতে উপপরিদর্শন মোঃ ইস্রাফিল আলমকে দায়িত্ব দেন। থানায় উভয় পক্ষকে নিয়ে ২৪সেপ্টেম্বর সকালে বৈঠকে বসার সিদ্ধান্ত রয়েছে। ভুক্তভোগি পরিবার প্রশাসনের কাছে আইনি সহায়তা কামনা করেছেন।