চকরিয়া অফিসঃ
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ও ছাত্র মহাজোট চকরিয়া শাখার সার্বিক সহযোগিতায়, চকরিয়া উপজেলা হিন্দু যুব মহাজোট এর উদ্যাগে মহালয়ার উপলক্ষে বস্ত্র বিতরন ও আলোচনা সভার আয়োজন করে।চকরিয়া কেন্দ্রীয় কালী মন্দির প্রাঙ্গণে সকাল ১০ টায় শুভ সূচনা হয়। যুব নেতা আকাশ শর্মা ও ছাত্রনেতা সুজয় চৌধুরী সঞ্চালনায়। অনুষ্ঠান উদ্ভোধন করেন শ্রী সমরেশ দে তপন সভাপতি হিন্দু মহাজোট চকরিয়া শাখা,সভাপতিত্ব করেন দিপন কর্মকার সভাপতি,হিন্দু যুব মহাজোট চকরিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন শ্রী বুলবুল তালুকদার, সভাপতি বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কক্সবাজার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পন্ডিত শ্রী মিঠুন আচার্য সহ-সভাপতি জাতীয় হিন্দু মহাজোট কক্সবাজার।উক্ত অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিতি ছিলেন মাস্টার মিলন কান্তি দে, উপদেষ্টা হিন্দু মহাজোট চকরিয়া,শ্রী প্রিয়তোষ দাশ সভাপতি অদ্বৈত -অচ্যুত মিশম চকরিয়া, শ্রী দিপক চৌধুরী সাধারণ সম্পাদক সম্পাদক চকরিয়া, শ্রী উত্তম কুমার দে সাংগঠনিক সম্পাদক জেলা হিন্দু যুব মহাজোট, রাজিব কুমার ধর যুগ্ম সম্পাদক জেলা হিন্দু যুব মহাজোট,মিটন দত্ত সুজয় নির্বাহী সভাপতি উপজেলা হিন্দু যুব মহাজোট, রুবেল দে সহ সভাপতি হিন্দু যুব মহাজোট, রিজভী কান্তি সুশীল সাধারণ সম্পাদক হিন্দু যুব মহাজোট চকরিয়া, অভিরাম দাস অভি সাংগঠনিক সম্পাদক হিন্দু যুব মহাজোট চকরিয়া, রতন বৈষ্ণব যুগ্ম সম্পাদক হিন্দু যুব মহাজোট চকরিয়া, কিশোর সুশীল সহ সাংগঠনিক সম্পাদক হিন্দু যুব মহাজোট চকরিয়া,বির্দশন রদ্র সহ সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক সত্যজিৎ আচার্য হিন্দু যুব মহাজোট চকরিয়া, সৌরভ দত্ত প্রচার সম্পাদক, যুব বিষয়ক সম্পাদক সুমন দত্ত, অসীম দাশ ত্রাণ সম্পাদক, বিপন দেওয়ানজী সাংস্কৃতিক সম্পাদক, উর্মি দে মহিলা সম্পাদক, বিকাশ কর্মকার সমাজ কল্যাণ সম্পাদক,আরও বক্তব্য রাখেন দিলিপ কুমার দে সভাপতি চকরিয়া উপজেলা হিন্দু ছাত্র মহাজোট,পুবন দাশ সাংগঠনিক সম্পাদক, আপন দে প্রমুখ,অনুষ্ঠান শেষে ধর্মীয় ভজন সংগীত অনুষ্ঠিত হয়।##