চকরিয়া নোহা, কার হাইয়েস মাইক্রোবাস শ্রমিক কল্যাণ সমিতি লিঃ (রেজিঃ নং ২৪৮২, স্থাপিত ২০১৯) এর সাধারণ সভায় নির্বাচনী তফসীল ঘোষণা করা হয়েছে। ২৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা, সিটি সেন্টার নীচতলায় এ সভা অনুষ্টিত হয়। তফসীল অনুযায়ী মনোনয়ন ফরম সংগ্রহ ১অক্টোবর, মনোনয়ন ফরম জমাদান ২ ও ৩ অক্টোবর, বাছাই ৪অক্টোবর, আপীল শুনানী ৫অক্টোবর, প্রত্যাহার ৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ১০ অক্টোবর, নির্বাচন ২২ অক্টোবর’২২ইং (শরিবার)।
অনুষ্টিত সাধারণ সভা ও নির্বাচনী তফসীল ঘোষণা অনুষ্ঠানে সমিতির আহবায়ক কমিটির নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
চকরিয়া নোহা কার হাইয়েস মাইক্রোবাস কল্যাণ সমবায় সমিতির ৭ সদস্য বিশিষ্ট নির্বচানী আহবায়ক কমিটির নেতৃবৃন্দরা হলেন; আহবায়ক চকরিয়া কক্সবাজার হাইয়েস মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি জনাব, নজরুল ইসলাম রাসেল, সদস্য সচিব চকরিয়া পিকআপ মিনিট্রাক মালিক সমিতির সভাপতি জনাব, মহিউদ্দিন কন্ট্রাক্টর, আহবায়ক কমিটির সদস্য যথাক্রমে আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহসভাপতি আবুল কালাম, কক্সবাজার জেলা পিকআপ মিনিট্রাক শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি এসএ জয়নাল আবেদীন, চকরিয়া কক্সবাজার হাইয়েম মাইক্রোবাস মালিক সমিতির সাবেক কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম, চিরিঙ্গা মিয়াজীপাড়ার জনাব, সাহাব উদ্দিন, চকরিয়া নোহা কার মালিক সমিতির সহসভাপতি নুরুল হোসেন।