চকরিয়া প্রতিনিধিঃ
চকরিয়া পৌরসভা ৯নং ওয়ার্ডের দিগরপানখালী গনিসিকদারপাড়া গ্রামে মারামারির একটি মামলায় পৌর এলাকার মজিদয়া দারুচ্ছুন্নাহ পৌর দাখিল মাদরাসার সুপার মৌলানা নুরুল আবছার ছিদ্দিকীকে জেল হাজতে প্রেরণ করেছে চকরিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক (ম্যাজিস্ট্রেট)। ২অক্টোবর দুপুরে এ আদেশ দেন।
এ মামলায় অপর ৫জন আসামীকে জামিন দিয়েছেন।
অভিযুক্ত আসামী মৌলানা নুরুল আবছার ছিদ্দিকী নিজেকে নির্দোষ দাবী করে আদালতের বিজ্ঞ বিচারককে বলেন, তিনি দোষী কিংবা ঘটনায় জড়িত হয়ে থাকলে তার স্ত্রী তালাক হয়ে যাবেন। আদালত তার উদ্ব্যতপূর্ণ আচরণ দেখে এবং মামলার মেরিট বিবেচনায় তাকে জেল হাজতে প্রেরণের এই আদেশ দেন।
জানাগেছে, পৌরসভা ৯নং ওয়ার্ডের দিগরপানখালী গনিসিকদারপাড়া গ্রামে জনৈক আরিফ উল্লাহ বাদী হয়ে চকরিয়া থানা এ মামলাটি (নং জিআর ১৪২/২২) দায়ের করেন। মামলায় তার (আরিফ উল্লাহ) স্ত্রীকে কুপিয়ে জখম ও বেধম মারধরের অভিযোগ রয়েছে।
তবে, মাওলানা নুরুল আবছার ছিদ্দিকী নিজেকে নির্দোষ দাবী করেন এবং জজ কোর্টে আপিল করে শীঘ্রই জামিনে আসবেন বলে জানান।