বিশেষ প্রতিবেদক,চকরিয়াঃ
চকরিয়া নোহা,কার,হাইয়েচ,শ্রমিক কল্যাণ সমবায় সমিতির (রেজি নঃ২৪৮২) এর নির্বাচন আগামী ২২অক্টোবর অনুষ্টিত হবে। নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র জমাদানের শেষ দিন ছিল ২অক্টোবর বিকাল ৫টা পর্যন্ত। উক্ত সময়ে সমিতির বিভিন্ন পদে ২৬জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহকারী করেছেন। প্রার্থীরা হলেন; সভাপতি পদে মোঃ নবী হোসেন, জমির উদ্দীন, মোঃ হামিদ, ইসমাইল পুতু,নুরুল হোসেন মনু ওফোরকান উদ্দীন রুবেল।
সহ-সভাপতি পদে আমিনুল হক,জাফর আলম, মোঃ ইব্রাহীম ও মোঃ হোসেন। সাধারণ সম্পাদক পদে আলী আকবর বাহাদুর, কুতুবউদ্দিন সোহেল ও মোঃ সাহাব উদ্দীন। সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ রাসেল, হুমায়ুন কবির ও আবুল হোসেন বাবুল। সাংগঠনিক সম্পাদক পদে জাহেদুল ইসলাম, আতিকুর রহমান ভুট্টাে ও মোঃ শামসুল আলম।
কোষাধ্যক্ষ পদে মিজবাহ উদ্দীন ও মোহাম্মদ আলী
সদস্য পদে মোঃ মুজিবুর রহমান, জাহেদুল ইসলাম, মোঃ আনোয়ার, মোঃ হোসেন খোকন ও মোঃ সোনা মিয়া মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
চকরিয়া নোহা কার হাইয়েস মাইক্রোবাস কল্যাণ সমবায় সমিতির ৮সদস্য বিশিষ্ট নির্বচানী আহবায়ক কমিটির নেতৃবৃন্দরা হলেন; আহবায়ক চকরিয়া কক্সবাজার হাইয়েস মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি জনাব, নজরুল ইসলাম রাসেল, সদস্য সচিব চকরিয়া পিকআপ মিনিট্রাক মালিক সমিতির সভাপতি জনাব, মহিউদ্দিন কন্ট্রাক্টর, আহবায়ক কমিটির সদস্য যথাক্রমে আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহসভাপতি আবুল কালাম, কক্সবাজার জেলা পিকআপ মিনিট্রাক শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি এসএ জয়নাল আবেদীন, চকরিয়া কক্সবাজার হাইয়েম মাইক্রোবাস মালিক সমিতির সাবেক কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম, চিরিঙ্গা মিয়াজীপাড়ার জনাব, সাহাব উদ্দিন, চকরিয়া নোহা কার মালিক সমিতির সহসভাপতি নুরুল হোসেন ও চকরিয়া নোহা কার মালিক সমিতির সম্পাদক মোহাম্মদ মারূফ।
ছবিতে সভাপতি পদে মোহাম্মদ ইসমাইল (পুতু) মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।