চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধিঃ
চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে বন্যহাতির আক্রমণে পা ভেঙে যাওয়া অসহায় জসিম উদ্দিনকে নগদ ৫০ হাজার টাকা সহায়তা দিলেন সমাজ সেবী সংগঠন চকরিয়া প্রবাসী ফোরাম।
ফাসিয়াখালী গাবতলি বাজার এলাকার দরিদ্র কৃষক জসিম উদ্দিন তিন বছর পূর্বে উচিতারবিলের পাহাড়ী এলাকায় ধানী জমি পাহারারত অবস্থায় বন্য হাতির আক্রমণে মারাত্মক আহত হয়ে পা ভেঙে দীর্ঘদিন ধরে মানবেতর জীবন যাপন করছেন। অর্থভাবে চিকিৎসা নিতে পারছেননা অসহায় এ কৃষক।
চকরিয়া প্রবাসী ফোরামের কেন্দ্রীয় উপদেষ্টা মৌলানা মিজানুর রহমান ও কেন্দ্রীয় অর্থ সম্পাদক ওসমান কবিরের প্রচেষ্টায় ৯ অক্টোবর (রবিবার) দুপুরে ফাঁসিয়াখালী গাবতলী বাজারে চকরিয়া প্রবাসী ফোরামের পক্ষ থেকে নগদ ৫০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়।
ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলালী’র পক্ষে স্থানীয় ৮নং ওয়ার্ডের এমইউপি কামাল হোসেন ও ৩নং ওয়ার্ডের এমইউপি ও প্যানেল চেয়ারম্যান রফিক আহমদের উপস্থিতিতে চকরিয়া প্রবাসী ফোরামের সহসভাপতি জসিম উদ্দিন, দপ্তর সম্পাদক মহি উদ্দিন বাবুল, অর্থ সম্পাদক ওসমান গনির পক্ষে তার শ্বাশুর সাবেক সেনাকর্মকর্তা জাফর আলম, উপদেষ্টা মৌলভী মিজানুর রহমানের পিতা শাকের মোহাম্মদ, সাংবাদিকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সমাজের মুরব্বীগনের উপস্থিতি ছিলেন।
জসিম উদ্দিন বলেন, ২০১৯ সালে ফাঁসিয়াখালী উচিতারবিল এলাকায় ধান ক্ষেত পাহারা দেওয়ার সময় রাতের আধারে বন্যহাতির আক্রমণে মারাত্মক ভাবে আহত হয়ে পা ভেঙে দীর্ঘদিন চিকিৎসাধীন আছি। গত তিন বছরেও আমার পা ভালো হয়নি। অপারেশনের ব্যয়ভার বহন করতে না পেরে, অনেকটাই পঙ্গুত্বের মতো জীবন যাপন অতিবাহিত করছি। বন বিভাগ থেকে সামান্য অনুদান ও উপজেলা প্রশাসন থেকে ৪০ হাজার টাকা অনুদান পেয়েছিলাম, সেগুলো দিয়ে কিছুদিন চিকিৎসা চালালেও বর্তমানে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করছি। এই অবস্থায় চকরিয়া প্রবাসী ফোরাম থেকে নগদ পঞ্চাশ হাজার টাকা সহযোগিতা পেয়ে কি পরিমাণ খুশি হয়েছি তা বলে বুঝাতে পারবোনা। চকরিয়া প্রবাসী ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইসহাক হুমায়ুন, সাধারণ সম্পাদক এসএম মিনার চৌধুরী, অর্থ সম্পাদক ওসমান গনি ও উপদেষ্টা মৌঃ মিজানুর রহমান সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানিয়েছেন, চকরিয়া প্রবাসী ফোরামের ন্যায় সমাজের বিত্তবানরা তাহার সহযোগিতায় এগিয়ে গেলে অসহায় এ পরিবারটি চিকিৎসার ব্যায়ভারসহ মাথাগোজার থাই পাবে।