চকরিয়া প্রতিনিধিঃ
চকরিয়ায় শ্বাশুর বাড়িতে যৌতুকের জন্য নির্যাতন, বাধা দেয়ায় পিতা-মাতা, ভাই-বোনসহ ৫জনকে নির্মম কুপিয়ে জখম করা হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ১১অক্টোবর রাত সাড়ে ১০টায় উপজেলার কাকারা ইউনিয়নের ১নং ওয়ার্ডের বারআওলিয়ানগর আলআমিন পাড়া গ্রামে ঘটেছে এ ঘটনা।
আহতরা হলেন; অসহায় পিতা আবু শামা (৬৫) পিতা মৃত মোঃ আলী হোসেন, মাতা হামিদা বেগম বুলু (৫৫), ভাই মোঃ আরিফ (২০), বোন ফাতেমা বেগম (১৯) ও বৃস্টি মনি(১৬)।
হামলার শিকার পরিবারের বড় ছেলে মোঃ মোশারফ হোসেন জানান, একই গ্রামের মৃত মোহাম্মদ আলীর পুত্র মোঃ শরীফের সাথে আমার বোন ফাতেমা বেগমের বিয়ে হয়। বিয়ের যৌতুক হিসেবে নগদ টাকাসহ সবকিছু দেয়া হয়েছে। তাদের সংসারে দুই বছর বয়সী ১পুত্র সন্তানও রয়েছে। কিন্তু বোনের শ্বাশুর বাড়িতে গত এক বছর ধরে আরো যৌতুক এনে দেয়ার জন্য তার বোনের উপর নানাভাবে নির্যাতন শুরু করে বোনের শ্বাশুর বাড়ির লোকজন। তাতে স্থানীয়ভাবে বহুবার সমাধানও দেয়া হয়।
মোঃ শরীফ আরো অভিযোগ করে জানান, সর্বশেষ ঘটনারদিন ১১অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে তার বোন ফাতেমা বেগমকে শ্বাশুর বাড়িতে মারধর নির্যাতনের খবর পেয়ে শ্বাশুর বাড়ি পাশ্ববর্তী হওয়ায় দেখতে গিয়ে এভাবে নির্যাতনের কারণ কি জানতে চাইলে ও মারধরে বাধা দেয়ায় আরো ক্ষিপ্ত হয়ে বোনের শ্বাশুর বাড়িতে সবাই জোটবদ্ধ হয়ে ধারালো দা কিরিছ লোহার রড হাতুড়ি নিয়ে দেখতে যাওয়া পরিবারের সদস্যদের উপর হামলা চালিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে। বোনের শ্বাশুর বাড়ি পরিবারের মৃত মোঃ আলীর পুত্র পাষন্ড স্বামী শরীফ, তার ভাই দিদারুল ইসলাম, সজিব ও সোহেল, তাদের মা রহিমা বেগম, মেয়ে নয়ন মনি, পুত্রবধু খালেছা বেগমের নেতৃত্বে হামলায় পিতা-মাতা, ভাই-বোনসহ ৫জন গুরুতর আহত হয়েছে।
এমনকি ঘটনার সময় আহতদের বাড়িতে ঢুকে ব্যাপক ভাংচুর চালায় এবং লুট করে নিয়ে যায় নগদ ১০ হাজার টাকা, ৪টি মোবাইল সেট ও ২ভরি স্বর্ণালংকার। এনিয়ে তারা মামলার প্রস্তুতি নিয়েছে বলে জানান।