চকরিয়া প্রতিনিধিঃ
হুফ্ফাজুল কুরআন সংস্থা বাংলাদেশ এর তত্ত্বাবধানে চকরিয়া উপজেলা হিফজু্ল কুরআন প্রতিযোগিতা ও বাছাই পর্ব-22 এর পুরস্কার ও ইয়েস কার্ড/সনদ বিতরণী অনুষ্ঠান ২৮ডিসেম্বর বিকাল ৪টায় চিরিঙ্গা ইসলামিয়া এমদাদুল উলুম মাদরাসা প্রাঙ্গনে সম্পন্ন হয়েছে।
সভাপিতিত্ব করেন হাফেজ মাসুম সভাপতি হুফফজুল কোরআন সংস্থা চকরিয়া উপজেলা।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাই প্রবাসী চকরিয়া প্রবাসী ফোরামের কেন্দ্রীয় অর্থ সম্পাদক হাফেজ মোঃ ওসমান গনি, কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ঈসা, দুবাই প্রবাসি হাফেজ রিদওয়ানুল কবির সাধারণ সম্পাদক হুফ্ফজুল কোরআন সংস্থা কক্সবাজার জেলা। উপস্থিত ছিলেন চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুল মজিদ, হাফেজ ইলিয়াছ সাঃ সিনিয়র সহ সভাপতি হুফফাজুল কোরআন সংস্থা চকরিয়া উপজেলা, হাফেজ মো: আব্দুল্লাহ সেক্রেটারী জেনারেল হুফ্ফাজুল কোরআন সংস্থা চকরিয়া উপজেলা, হাফেজ মোঃ ইব্রাহীম সহ সেক্রেটারী জেনারেল হুফ্ফাজুল কোরআন সংস্থা চকরিয়া উপজেলা প্রমূখ।
প্রতিযোগিতায় উত্তীর্ণ হলেন; ৩০ পারায় ১ম স্থান:- এনামুল হাসান নাঈম, কাটাখালী হেফজখানা, ২০ পারায় ১ম স্থানঃ রিয়াজুল ইসলাম, কাটাখালী হেফজখানা, ১০ পারায় ১ম স্থান: মুশফিকুল আবেদিন রাহাত।।
ইয়েস কার্ড প্রাপ্ত ছাত্র সর্বমোট ১৬ জন, পুরুস্কার প্রাপ্ত ছাত্র মোট ৩২জন এবং সনদ প্রাপ্ত ছাত্র সর্বমোট ৬৪ জন।
পবিত্র কুরআনের হাফেজদের জন্য এ ধরণের আয়োজন সর্বত্রে খুবই প্রশংসিত হয়েছে। ইয়েস কার্ডপ্রাপ্তরা কক্সবাজার জেলা পর্যায়ে হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।