চকরিয়া প্রতিনিধিঃ
চকরিয়া পৌর এলাকায় মেয়েদের বিয়ে দেয়ার নামে বিভিন্ন জনের কাছ থেকে চাপে ফেলে টাকা হাতিয়ে নেয়া, বসতবাড়িতে ভাংচুর, প্রাণনাশের হুমকির প্রতিবাদে আইনি প্রতিকার চেয়ে সাংবাদিক সম্মেলন করেছে মোঃ ইসমাইল নামে এক ব্যক্তি। তিনি পেশায় এম্বুলেন্স চালক ও চকরিয়া পৌরসভা ৬ নং ওয়ার্ডের সালাম মাষ্টারপাড়া গ্রামের জামাল উদ্দিনের পুত্র।
তিনি অভিযোগ করে বলেন,স্থানীয় একই এলাকার জাকের আহমদ বাবু ও তার বড় দুই ছেলে নুরুন্নবী, নুরুল কবির ও এমরানসহ আরো বেশ কয়েকজনকে নিয়ে শত্রুতার আক্রোশে গত ২০ডিসেম্বর সন্ধ্যা ৬ টার সময় তার বসতবাড়িতে গিয়ে হামলা ও ভাংচুর চালায়। ঘটনার সময় একটি ভিন্ন ইস্যুতে তাকে (ইসমাইল) প্রাণে হত্যার জন্য হন্য হয়ে খুজতে থাকে। কোন রকম প্রাণে রক্ষা পেলেও পথে ঘাটে চলাফেরার সময় প্রাণে হত্যার হুমকি দেন। এনিয়ে চকরিয়া থানায় সাধারণ ডায়রি (জিডি নং ১০৬৭) দায়ের করেন। ইতিপূর্বে জাকের আহমদ গংয়ের বিষয় নিয়ে বিজ্ঞ আদালতে মামলাও চলমান রয়েছে।
মোঃ ইসমাইল সংবাদ সম্মেলনের মাধ্যমে আরো অভিযোগ করে জানান, উল্লেখিত জাকের আহমদ গং এলাকায় সরকারি খাল ভরাট করে দখলে নিয়েছে। এতে বর্ষায় বৃষ্টির পানি সরাসরি খালে যেতে না পারায় এলাকাবাসীর ঘরবাড়ি ডুবে যায়।এই খাল ভরাট করার পাশাপাশি তারা সরকারের আরো খাস জমি দখল করে সরকারী খাস জমিতে তারা পুকুর খনন করে ফেলে। স্থানীয়রা কিছু বলতে চাইলে,তাদেরকে বিভিন্ন বেআইনি অস্ত্রের ভয় দেখায়।তারা তাদের বাড়ির এক মহিলাকে একাধিক বার বিভিন্ন টাকা ওয়ালাদের বিবাহ দেয়ার মাধ্যমে টাকা আদায় করে। যদি টাকা না দেয় নিজেরাই ছেলের পরিবারের সাথে বিভিন্ন অযৌক্তিক কথা বলে ঝগড়া বাধিয়ে নিজেরাই এসে আদালতে নারী নির্যাতন মামলার কৌশলের মাধ্যমে টাকা আদায় করে। সর্বশেষ ৩জানুয়ারী’২৩ইং মোঃ ইসমাইল বাদী হয়ে আইনি প্রতিকার চেয়ে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে লিখিত অভিযোগ করেছেন।##