চকরিয়া প্রতিনিধিঃ
চকরিয়ায় মসজিদ কমিটির নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করার জের ধরে বসতবাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। উপজেলার পূর্ববড়ভেওলা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ফজু মিয়াজির চর গ্রামে
৬জানুয়ারী’২৩ ইং রাত ৯ঘটিকার সময় ঘটেছে এ ঘটনা।
এনিয়ে ভুক্তভোগি পরিবারের অসহায় জালাল আহমদের পুত্র হাফেজ মৌলানা মহি উদ্দিন বাদী হয়ে মামলার প্রস্তুতি নিয়েছেন।
অভিযোগে জানাগেছে, হাফেজ মৌলানা মহি উদ্দিন পৌরসভা ৭নং ওয়ার্ডের পালাকাটা খোন্দকার পাড়া মসজিদের খতিব ও ইমাম হিসেবে চাকুরী করেন। চাকুরীর সুবাদে বাড়ি ফিরতে রাত হয়। সম্প্রতি স্থানীয় ফজুমিয়াজির চর বায়তুল করিম জামে মসজিদ কমিটির নির্বাচনে সভাপতি পদে নির্বাচন করছিলেন। এর আক্রোশে পূর্বের তুচ্ছ শত্রুতা তীব্র হয়ে উঠে। নির্বাচনের ওই জেরকে কেন্দ্র করে স্থানীয় একই এলাকার মৃত নজির আহমদের পুত্র নাজেম উদ্দিনের নেতৃত্বে তার সহযোগি জসিম উদ্দিনের পুত্র রেজাউল করিম প্রকাশ রাজাইয়্যা, আমির উদ্দিনের পুত্র হাবিব উল্লাহ প্রকাশ পাগলা হাবিব, আলি আহমদের ছেলে মুসলিম উদ্দিন ও নাজেম উদ্দিনের ছেলে নাজমুল হাসান ফারেছসহ ভাড়াটিয়া লোকজন নিয়ে রাত ৯টার দিকে বসতবাড়িতে ঢুকে হামলা, লুটপাট ও ভাংচুর চালায়।
বাড়িতে কোন পুরুষ সদস্য না থাকার সুযোগে বাড়ির সামনের দরজা ও পেছনের দরজা ভাংচুর চালিয়ে বাড়িতে ঢুকে আলমারিতে রক্ষিত নগদ ৫৫ হাজার টাকা, বিদেশী ২টি কম্বল, ২টি মোবাইল সেট লুট করে করে নিয়ে যায়। পরিবারের সদস্যদের আত্বচিৎকারে স্থানীয় এলাকাবাসী এগিয়ে গেলে তারা পালিয়ে যায়।
বাড়িতে থাকা গৃহকর্তার স্ত্রী বুলু আক্তার ও মেয়ে নাহিদাকে অস্ত্রের মুখে প্রাণনাশের হুমকি দিয়ে লুটপাট করে যাওয়ার সময় বলেন এঘটনায় কোন মামলা করলে বসতভীটা দখলসহ এলাকা ছাড়া করবেন। হামলা ও লুটপাটকারীরা এলাকায় প্রভাবশালী হওয়ায় বর্তমানে অসহায় এ পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা প্রশাসনের কাছে আইনী সহায়তা চেয়েছেন।