চকরিয়া অফিসঃ
চকরিয়ার লক্ষ্যারচরে মহাসড়ক সংলগ্ন আদালতের ১৪৪ধারা মামলার নির্দেশনা অমান্য করে জমি জবরদখল চেষ্টা জমি জবরদখল চেষ্টার অভিযোগ উঠেছে। আমজাদিয়া মাদ্রাসা ও চকরিয়া কলেজের উত্তরে ও মহাসড়কের পূর্বপার্শ্বে নলবিলা ফরেস্ট গেইটের পাশে ঘটেছে এ ঘটনা।
এনিয়ে ক্ষতিগ্রস্ত জমি মালিক পূর্ববড় ভেওলা ২নং ওয়ার্ড সিকদার পাড়া এলাকার মৃত ফরুক আহমদ চৌধুরীর কন্যা লায়লা বেগম চৌধুরী গং বাদী হয়ে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত, কক্সবাজারে ১৪৪ ধারা চেয়ে গত ১৬জানুয়ারী’২৩ইং মামলা (নং-এম আর ১০৬/২০২৩) দায়ের করেন।
মামলা সুত্রে জানাগেছে, বাদীর নামীয় ও মালিকানাধীন চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের লক্ষ্যারচর মৌজার আমজাদিয়া মাদ্রাসা ও চকরিয়া কলেজের উত্তরে ও মহাসড়কের পূর্বপার্শ্বে বি.এস ৫৭৭ খতিয়ানের আন্দর বি.এস ২৩৫৩ দাগের আন্দর ২৫.৭৭ শতক২৫.৭৭ শতক জমি রয়েছে।
আদালত মামলা আমলে নিয়ে অভিযুক্তদের আদালতে হাজির হতে নোটিশ জারি এবং জমিতে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে চকরিয়া থানা পুলিশকে নির্দেশ ও সহকারি কমিশনার (ভূমি) চকরিয়াকে তদন্ত প্রতিবেদন দেয়ার নির্দেশ দেন। কিন্তু আদালতের নির্দেশনা উপেক্ষা করে প্রকাশ্যে সন্ত্রাসী বাহিনী নিয়ে জবর দখল চেষ্টা অব্যাহত রেখেছে।
ভুক্তভোগী লায়লা বেগম জানান- তিনি স্বপরিবারে চট্টগ্রামে বসবাস করেন। এ সুযোগে জমিতে সাহারবিল ইউনিয়নের মাইজঘোনা এলাকার মৃত মমতাজুল হকের পুত্র দিদারুল ইসলাম প্রকাশ এমরান ও পৌরসভা ৮নং ওয়ার্ডের মৃত জয়নাল আবেদীনের পুত্র মোঃ শফি উল্লাহ চৌধুরীর নেতৃত্ব বেশকিছুদিন ধরে লাঠিয়াল বাহিনী জোর পূর্বক জবর দখল চেষ্টা চালাচ্ছে। ক্ষতিগ্রস্ত জমি মালিক পক্ষ প্রশাসনের কাছে জবরদখলকারী ভূমিদস্যুদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য দাবী জানিয়েছেন।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, ১৯জানুয়ারী’২৩ইং দুপুরে আদালতের আদেশের কপি পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ টীম পাঠিয়ে শান্তিশৃঙ্খলা রক্ষায় উভয়পক্ষকে আদালতের নির্দেশনা জানানো হয়েছে।