চকরিয়া প্রতিনিধিঃ
চকরিয়ার বরইতলী শান্তি বাজারে বসতভীটার জমি জবর দখলে নিতে ৬জনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের ভাড়াটিয়া লোকজন। আহতদের মধ্যে একজনের হাতের দুইটি আঙ্গুল বিচ্ছিন্ন করে দিয়েছে দখলবাজ অস্ত্রধারী সন্ত্রাসীরা। পরিকল্পিতভাবে ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী নিয়ে ৩১জানুয়ারী সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা করে।আহতদেরকে চট্টগ্রাম মেডিকেলে রেফার করেছে। বরইতলী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দক্ষিণ বরইতলী শান্তিবাজার ফতেহআলী সিকদারপাড়া গ্রামে ঘটেছে এ ঘটনা।
গুরুতর আহতরা হলেন; ওই গ্রামের মরহুম নুরুল কবিরের পুত্র মোঃ ফয়সাল (৫০) ও মোঃ এরসাল (৪৫), জুবাইর আহমদের পুত্র মোঃ রিফাত (২৬), মরহুম ইসলামের পুত্র মোঃ এরফান (৪৫), মরহুম জামাল উদ্দিনের পুত্র মোঃ ওসমান গনি (৩৫) ও মোঃ এমরান প্রকাশ ছোটন (৩৩)। আহতদের মধ্যে ধারালো কিরিছের আঘাতে রিফাতের হাতের দুই আঙ্গুল কেটে বিচ্ছিন্ন হয়ে যায়।
অভিযোগে জানাগেছে, স্থানীয় মৃত গোলাম কাদেরের পুত্র আলি হোসেন, মোঃ হোসেন, হাসান আলী, জাহেদুল ইসলাম ও জাকের, মোঃ হোসেনের পুত্র মোফাচ্ছের ও তীতুমীর, আলী হোসেনের পুত্র তৌহিদ, মোঃ কফিল ও তামজীদ, হাসান আলীর পুত্র হামিম, শামীম ও ফাহিমসহ মহেশখালী, পহরচাঁদা ও হারবাং থেকে ভাড়াটিয়া অস্ত্রধারী সন্ত্রাসী এনে অতর্কিত এ হামলা ও ভাংচুর চালায়।
হামলার শিকার ক্ষতিগ্রস্ত পক্ষের মরহুম জামাল উদ্দিনের পুত্র মোঃ এমরান, মোঃ ঈসা ও মোঃ ওসমান গংয়ের মালিকানাধীন বসতভীটার ৬শতক জমি রয়েছে।জমি নিয়ে ইতিপূর্বে হামলাকারী প্রতি আদালতে মামলা দায়ের করলে মামলায় আহত জমি মালিকদের পক্ষ রায় পাওয়ার পর বসতভীটার সীমানায় সংস্কার কাজ করতে গেলে পূর্বপরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়। হামলায় গুরুতর আহত ৬জনকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্বরত মেডিকেল অফিসার ডাঃ সিরাজুম মুনির জানান, বরইতলী শান্তিবাজার এলাকায় হামলায় আহত ৬জনকে সরকারি হাসপাতালে ভর্তি করা হলে ৫জনের অবস্থা আশঙ্খাজনক হওয়ায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেলে রেফার করা হয়েছে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, ঘটনার বিষয়ে মৌখিকভাবে অবগত হয়েছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।