চকরিয়া প্রতিনিধিঃ
চকরিয়ার কাকারায় বসতগৃহে অগ্নিকান্ডে সাড়ে ১৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলার কাকারা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দক্ষিণ কাকারা তাজুল উলুম মাদ্রাসার পূর্ব পার্শ্বস্থ বসত ঘরে ১১ ফেব্রুয়ারী রাত অনুমানিক ১১.০০ ঘটিকার দিকে ঘটেছে এ অগ্নিকান্ডের ঘটনা। তবে, ক্ষতিগ্রস্ত পরিবার দাবী করেছেন, অগ্নিকান্ডের ঘটনাটি পূর্বপরিকল্পিত।
এঘটনায় গৃহকর্তা সিরাজ আহমদের পুত্র ওমর আলী (৩৭) বাদী হয়ে থানায় লিখিত এজাহার দায়ের করেন।এতে অভিযুক্ত করা হয়েছে;কাকারা ইউনিয়নের ৭নং ওয়ার্ড দক্ষিণ কাকারা গ্রামের মৃত আবদু ছাত্তারের পুত্র মোঃ মিসবাহ উদ্দিন (৩৮), মাহমুদুল হাসান (২৯) ও মোঃ জুনাইদুল হক(৪৫)সহ অজ্ঞাতনামা আরো ৪/৫জনকে।
অভিযোগে ও প্রাপ্ত তথ্যে জানাগেছে, চকরিয়া পৌরসভা ৯নং ওয়ার্ড নিজপানখালী গ্রামের সিরাজ আহমদের পুত্র ওমর আলী ও স্ত্রীর নামে বিগত ১১জানুয়ারী’২০২২ইং তারিখ ২৬৮নং রেজিঃ কবলামূলে চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দক্ষিণ কাকারা তাজুল উলুম মাদ্রাসার
পূর্ব পার্শ্বে অভিযুক্তদের কাছ থেকে তাদের নামীয় বি.এস ৮৯১৭নং দাগের ২০ শতক জায়গায় ক্রয় করেন। জমিতে চতুর্দিকে টিনের বেড়া,টিনের ছাউনি পাকা ফ্লোরসহ বসতঘর নির্মাণ করে বসবাস করে আসছেন। জমিতে জমাভাগ ৫৫২০নং খতিয়ান সৃজন সহ তথায় বসবাস করে আসলেও জমি বিক্রেতারা লোভের বশিভুত হয়ে বসত গৃহ হতে উচ্ছেদ করতে সম্প্রতি বসত ভিটার ঘেরা-বেড়া আগুনে পুড়িয়ে দেয়। তৎ বিষয়ে চকরিয়া থানায় অভিযোগ দায়ের করায় আরো ক্ষিপ্ত হয়ে পুরো বসতগৃহ আগুনে পুড়িয়ে দেয়ার হুমকি দিয়ে আসে। তারই ধারাবাহিকতায় ঘটনারদিন বাড়িতে কেউ না থাকার সুযোগে ১১ ফেব্রুয়ারী রাত অনুমানিক ১১ঘটিকার দিকে পূর্ব শত্রুতার আক্রোশ ও জমি জবর দখলের কুমানসে পূর্ব পরিকল্পিতভাবে প্লাস্টিকের বোতল ভর্তি পেট্রোল ছিটিয়ে বসত গৃহ আগুনে পুড়িয়ে দেয়। স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে এবং খবর পেয়ে চকরিয়ার ফায়ার সার্ভিস টীম ঘটনাস্থলে পৌছে। কিন্তু প্রজ্জ্বলন আগুন ভয়ানক হওয়ায় তৎ মুহুর্তেই বসতগৃহের সবপুড়ে ছাই হয়ে যায়।
অগ্নিকান্ডে বিভিন্ন আইটেমের আসবাবপত্র, সিঙ্গার কোম্পানীর ফ্রিজ ১টি, আলমিরার ড্রয়ার বক্সে থাকা ৩ ভরি ওজনের স্বর্ণারংকার, গাড়ি ক্রয়ের নগদ ৪,৫০,০০০ টাকা, ২৪ ইঞ্চি সিঙ্গার টিভি ও অন্যান্য বসত গৃহের তৈজসপত্র, মূল্যবান ডকুমেন্ট সামগ্রী, বই
পুস্তক, ক্রোকারিজ সামগ্রী পুড়ে ১৭,৫৯,৫০০ টাকা ক্ষতি সাধন হয়েছে। অগ্নিকান্ডে বাড়ির কোন মালামাল অক্ষত রাখা সম্ভব হয়নি।
স্থানীয় কাকারা ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, ঘটনার বিষয়ে অবহিত হয়েছেন এবং লিখিত অভিযোগও পেয়েছেন। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নিতে একজন উপপরিদর্শককে দায়িত্ব দিয়েছেন।