চকরিয়া প্রতিনিধিঃ
কক্সবাজার জেলা এডভোকেট ক্লার্ক সমিতির তত্ত্বাবধানে পরিচালিত চকরিয়া এডভোকেট ক্লার্ক সমিতির নির্বাচন-২০২৩ ইং শুক্রবার (২৪ফেব্রুয়ারী) সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর নাগাদ সম্পন্ন হয়েছে।
নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন ৭,৮ ও ৯নং ওয়ার্ডের মহিলা আনজুমান আরা কাউন্সিলর এর স্বামী মোঃ মাহমুদুল হক টুকু, সহ সভাপতি মোঃ বদিউল আলম, সাধারণ সম্পাদক মোঃ এমরান মিয়া, সহ সাধারণ সম্পাদক (হিসাব) জয়নাল আবেদীন, সদস্য মোঃ সরওয়ার আলম ও মামুনুর রশিদ।
কক্সবাজার জেলা আইনজীবী সহকারী সমিতির (এডভোকেট ক্লার্ক) সাধারণ সম্পাদক ও আইনজীবী সহকারী (এডভোকেট ক্লার্ক) সমিতি, চকরিয়া উপজেলা
শাখা নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মোঃ জাহাঙ্গীর আলম দায়িত্ব পালন করেন এবং নির্বাচনের বিষয়টি নিশ্চিত করেন।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা নির্বাচন পরবর্তী চকরিয়া এডভোকেটস এসোসিয়েশনের সভাপতি এডভোকেট শহিদুল্লাহ চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ মঈনউদ্দিনসহ সিনিয়র আইনজীবি ও কক্সবাজার জেলা এডভোকেট ক্লার্ক সমিতির নেতৃবৃন্দের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।